স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় সৌদি আরবে নারী গৃহ শ্রমিকদের উপর শারীরিক, মানুষিক ও যৌন নির্যাতনের প্রতিবাদে শনিবার দুপুরে নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে ডিবি রোড় আসাদুজ্জামান মার্কেটে সামনে এসে শেষ হয়। সেখানেই পরে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুন, সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পি, নারী নেত্রী আফরুজা লুপু প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ থেকে বিদেশে নারী গৃহ শ্রমিকরা সৌদি আরব, মধ্য প্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছে। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আমরা দেখতে পাই গৃহ শ্রমিকদের উপর শারীরিক , মানুষিক ও যৌন নির্যাতন করা হচ্ছে। কাজের বিনিময়ে বিদেশে গিয়ে এ সকল নারী শ্রমিকদের উপর নির্যাতন শিকার হচ্ছে। শারীরিক নির্যাতন সহ্য না করতে পেয়ে অনেকে মারা গেছেন। প্রবাসী অনেক নারী শ্রমিক দেশের আসার জন্য যে আকুতি করছেন তাদের দেশে ফিরে আনার জন্য সরকারের প্রতি দাবি জানান মানব বন্ধন থেকে। বক্তারা আরো বলেন, প্রবাসী নারী শ্রমিকদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদ জানান ।