এম এস মাহবুব বগুড়ার শিবগঞ্জ উপজেলার মসলা গবেষণা কেন্দ্রে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আজ রবিবার ছিল শেষ দিন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বগুড়া জেলা প্রতিনিধি জনাব লেলিনের আহ্বানে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা চেয়ারম্যান জনাব মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদরের আওয়ামীলীগের বরেণ্য ও বর্শীয়ান রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোঃ রাগেবুল আহসান রিপু। ১২ নং রায়নগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানে বিটিভির জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।