এমএস মাহবুব মহাস্থান বগুড়া সদর গোকুল খেরিয়াপাড়া ইসলামি শ্রমজীবি সমবায় সমিতির উদ্যােগে ইছালের ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। মাহফিল সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান,উপদেষ্টা,খেরিয়াপাড়া ইসলামি শ্রমজীবি সমবায় সমিতি। প্রধান অতিথি বক্তব্য রাখেন, সহসভাপতি সদর উপজেলা আওয়ামীলীগ ও গোকুল ইউনিয়ন পরিষদের সস্মানিত চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় তিনি বলেন,তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি,আল্লাহ পাক সেই ব্যক্তিকে সতেজ, ও সমুজ্জ্বল রাখেন, যে ব্যক্তি তাফসিরুল কোরআন মাহফিলে বসে তাফসির শুনেন, সংরক্ষণ করেন এবং অপরজনের নিকট তা পৌঁছে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জেনো সব সময় আপনাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এ্যাড.সোলায়মান আলী, সাবেক চেয়ারম্যান ৮নং গোকুল ইউপি। মোঃ আলী রেজা তোতন সদস্য ৮নং গোকুল ইউপি। মোঃ ফয়েজ উদ্দিন,সাবেক সদস্য ৮নং গোকুল ইউপি। মোঃ আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী,সরলপুর উত্তরপাড়া। মোঃ নুরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী, খেরিয়াপাড়া। মোঃ বজলুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী, খেরিয়াপাড়া। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন, হাফেজ হয়রত মাওঃ সাইফুল ইসলাম(সিরাজী) পরিচালক,রহমানিয়া মাদরাসা, সিরাজগঞ্জ। ২য় বক্তা হিসাবে তাফসির পেশ করেন, পীরজাদা হয়রত মাওঃ মোঃ গোলাম মোস্তফা,খতিব খেরিয়াপাড়া জামে মসজিদ। এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসলিগণ! মাহফিলে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়!