ওবাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টর : ১১ দফা দাবিতে মুক্তিযোদ্ধা মঞ্চ গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে আজ রোববার গাইবান্ধা কাচারী বাজার সংলগ্ন সড়কে এক মানববন্ধনের কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কলেজ শাখার সভাপতি নিজাম উদ্দিন খান আরমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুবুজ মিয়া ও মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক নেয়াজ শরীফ সুমন ও রাহুল আহমেদ, মুক্তিমঞ্চ গণিত বিভাগের সভাপতি ইসমাইল হোসেন মন্ডল, মুক্তিমঞ্চ ইংরেজী বিভাগের সভাপতি রুবেল হোসেন, রিদম প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পরিবার সুরক্ষা আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা এবং কমিশন গঠন করে কোটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন, যুদ্ধাপরাধী ও তাদের বংশধরদের তালিকা প্রণয়ন এবং সরকারি চাকরিতে বহাল যুদ্ধাপরাধীদের বরখাস্ত, তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত, গণ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধার ইতিহাস বিকৃতিকারি এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কোটাক্ষকারিদের বিরুদ্ধে রাষ্ট্রদোহি হিসেবে বিচারের আওতায় আনা, ১ ডিসেম্বরকে জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে স্বীকৃতি ও সরকারি ছুটি ঘোষণা, দুর্নীতিবাজ-মাদক ব্যবসায়ি, ঋণ খেলাপিদের মত রাষ্ট্রের শত্রুদের চিহ্নিত করে বিচারেও আওতায় আনা প্রমুখ।