বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করায় ডিজিএম শাহ্ রেজ্জাকুর রহমান কর্তৃক মোহনা টিভির জেলা প্রতিনিধি আতিক রহমানসহ বেশ কয়েকজন সাংবাদিককে মারপিট, ক্যামেরা ভাঙচুরের ঘটনায় করা মামলা আমলে নিয়েছে আদালত। বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসমা মাহমুদ মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়,গত ২৬ অক্টোবর মোহনা টেলিভিশনে পল্লী বিদ্যুৎ সমিতি মোকামতলা জোনাল অফিসের ভূতুরে বিলসহ নানা অনিয়মের সম্পর্কে অনুসন্ধানি রিপোর্টের প্রথম পর্ব প্রচারিত হয়।এরপর গত ২ ডিসেম্বর দুপুরে ২য় পর্বের রিপোর্টের জন্য বক্তব্য নিতে ডিজিএম শাহ্ রেজ্জাকুর রহমানের মুখোমুখি হন মোহনা টিভির সাংবাদিক আতিক রহমান, সিএনআই এর বগুড়া জেলা প্রতিনিধি ওয়াফিক শিপলুসহ বেশ কয়েকজন সাংবাদিক। সাংবাদিকদের উপস্থিতি দেখে ডিজিএম রেজ্জাকুর রহমান গালিগালাজ করতে থাকে ও এজিএম গোলাম রব্বানীসহ বেশ কিছু বহিরাগত সন্ত্রাসী সাংবাদিকদের উপর হামলা চালায়। এসময় মহনা টিভির ক্যামেরা ভাংচুর করা হয়। এঘটনায় সাংবাদিক আতিক রহমান বুধবার (৪ ডিসেম্বর) শিবগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী ও মামলা দায়ের করেন। এদিকে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দূর্নীতিবাজ ডিজিএমের পদত্যাগ দাবি করেছেন সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন।