Logo




জমি সংক্রান্ত ২৫ বছরের বিরোধ নিষ্পত্তি করলো সুন্দরগঞ্জ আইন সহায়তা কেন্দ্র

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

ওবাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই পক্ষের জমি সংক্রান্ত ২৫ বছরের বিরোধ নিষ্পত্তি করলো আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক)। শুক্রবার  সকালে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু’র উপস্থিতিতে মৃত. মহেন্দ্র নাথ সরকারের পুত্র শ্রী বাবলু কুমার সরকারের সাথে পাশ্ববর্তী বিপুল চন্দ্র সরকার, তাপস কুমার সরকার, সুনীল কুমার সরকার, তপন কুমার সরকার ও বিনয় কুমার সরকারসহ ১৩ জনের বিরুদ্ধে ৮১ শতক জমি নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে ঝগড়া-বিবাদসহ মামলা চলে আসছিল। জমি সংক্রান্ত এই মামলায় দুই পক্ষেই সীমাহীন হয়রানী এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে দুটি পক্ষই আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুন্দরগঞ্জ শাখার সমন্বয়ে বিষয়টি শান্তিপুর্ণভাবে নিষ্পত্তি হয় এতে দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেন। বিরোধ নিষ্পত্তি সভায় উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্বারী মো: আবু যায়েদ খাঁন, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আ: রাজ্জাক, সহ সভাপতি- বিপ্লব সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সরকার জুয়েল, কো-অর্ডিনেটর জিল্লুর রহমান প্রমুখ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com