Logo




দর্শনা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে আজ (০২-০১-২০২০ ) তারিখে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় সকাল ১০ টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভার সার্বিক তত্বাবধানে ছিলেন দর্শনা পৌরসভার টিকাদান সুপার ভাইজার মোঃ আ. মজিদ।প্রধান অতিথির বক্তব্য রাখেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ সুমন।তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগনের কল্যানে কাজ করে যাচ্ছেন।অতএব সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শতভাগ নিশ্চিৎ করতে হবে।টিকাদান সুপার ভাইজার সকল কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল কর্মীকে সচেতন ভাবে কাজ করতে হবে। এমন ভাবে দায়িত্ব পালন করতে হবে যেন কোন শিশু বাদ না পড়ে।তিনি আরও বলেন, ০৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুকে ১ টি নীল ক্যাপসুল খাওয়াতে হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।তিনি বলেন যেসব শিশুকে ভিটামিন খাওয়ানো যাবেনাঃ১. ৬ মাসের কম বয়সী শিশুকে।২. ৫৯ মাসের বেশি বয়সী শিশুকে।৩. ৪ মাসের মধ্যে ভিটামিন প্রাপ্ত শিশুকে।৪. অসুস্থ শিশুকে।এবং খালি পেটে ভিটামিন না খাওয়ানোর উপদেশ দেন। সমস্ত কার্যক্রম কর্মীদেরকে বুঝিয়ে দিয়ে ১১ টার সময় আলোচনা সভা সমাপ্ত করেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com