এস আই সুমনঃ শুক্রবার রাত ৯ টায় বগুড়ার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তভুক্ত বাঘোপাড়া পিকাপ চালক কল্যান সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক আব্দুল জোব্বার মুন্সি। এসময় উপস্থিত ছিলেন,আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক নেতা জাহিদুল ইসলাম,মাসুদুর রহমান,জিন্নাহ মিয়া,সাংবাদিক এস আই সফিক। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবু সাঈদ,শহর শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন,রাকিবুর রহমান,রিপন,মিজানুর রহমান,মিন্টু,আব্দুর রহমান মানিক,রিপেল,ইমরান,মহিদুল,শাহাদৎ হোসেন,ফিরোজ,আনোয়ার,আব্দুস সালাম,রিপন,ইকবাল,শুকুর আলী,রাজু,সবুজ,মামুন সহ পিকআপ কল্যান চালক সমিতির সকল সদস্যবৃন্দ।