এবার টিভি পর্দায় দেখানো হবে ২০১৯ সালের আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’। রূপালী পর্দার শীর্ষ অভিনেতা ও ছবির প্রযোজক শাকিব খানের কাছ থেকে এর টেলিভিশন সত্ত্ব কিনে নিয়েছে চ্যানেল আই। আসছে ভালোবাসা দিবসে ‘পাসওয়ার্ড’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়।চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। দেশে চলচ্চিত্রের ক্রান্তিকালের মধ্যেও গেল বছর আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’র ছবি ‘পাসওয়ার্ড’ ব্যবসা সফল হয়েছে। এবার ছবিটি চ্যানেল আই দর্শকদের দেখানোর আগ্রহ প্রকাশ করেছে, তাই টিভি সত্ত্ব চ্যানেল আইয়ের কাছে বিক্রি করা হয়েছে। এবার দেশ ও দেশের বাইরের দর্শকরাও ছবিটি দেখার সুযোগ পাবেন।’মালেক আফসারীর পরিচালনায় ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। এতে আরও অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, অমিত