স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে নয়মাইল এলাকায় জমি অধিগ্রহনের টাকা না পাওয়ায় এবং ব্যাক্তিগত জমি সরকারী জমি হিসেবে দেখানোর প্রতিবাদে মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসি। বুধবার দুপুরে নয়মাইল এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে ঘন্টাকালব্যাপি এই মানববন্ধন চলে।মানববন্ধনে অভিযোগ করা হয় পূর্বপুরুষ থেকে প্রাপ্ত জমির খাজনা খারিজ ঠিক থাকলেও জেলা প্রশাসনের এক শ্রেনীর কর্মকর্তা অবৈধ দাবিকৃত টাকা না পেয়ে দখলকৃত জমি সরকারি হিসেবে এবং পাকাদালান কোঠা থাকলেও স্থাপনা নেই মর্মে জেলা প্রশাসনে রিপোর্ট পেশ করে। ফলে এসবজমির খতিপুরন প্রাপ্তিথেকে বঞ্চিত হচ্ছেন তারা। সঠিক তদন্ত করে প্রকৃত জমির মালকদের খতিপুরন দাবি করেন তারা। এছাড়া সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগ তুলে ধরেন জমি স্থাপনা মালিকদের পক্খে অাবুল বাশার।