এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ রবিবার বিকালে বগুড়া সদরের গোকুল মন্ডলপাড়া বিজয় যুব সংঘের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যাবসায়ী শাকিল আলমের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। তিনি বলেন,মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধূলা করা দরকার,খেলাধূলায় পারে সুন্দর সমাজ গঠনে সহায়ক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও আলোর পথ পাবলিক স্কুুলের প্রধান শিক্ষক এমদাদুল হক দুলাল, আব্দুল বারী, শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক, সোহেল রানা, রাশেদুল ইসলাম, আবু বক্কর, রাসেল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শিহাব। খেলাটি পরিচালনা করেন রঞ্জু হোসেন বালা তাকে সহযোগীতা করে শাকিল ও শাওন।