ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা সদর এবং জেলা শাখার অভিষেক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শক্রবার (২১শে ফেব্রুয়ারী) শহরের গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০ নিরাপদ চিকিৎসা চাই এর চেয়ারম্যান যুবরাজ খান অভিষেক ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর সভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলার চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, গাইবান্ধা জেলা হাসপাতালের সিভিল সার্জন ডাঃ এ.বি.এম আবু হানিফ, নিরাপদ চিকিৎসা চাই কেন্দ্রীয় কমিটির সনাধারন সম্পাদক উম্মে সালমা বেগম। ফ্রি মেডিকেল ক্যাম্পর সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৫ টা পযন্ত। এই মেডিকেল ক্যাম্পের ২৫ জন ডাক্টার ৩ হাজার রোগি দেখেন ও ঔষধ প্রদান করেন ।