Logo




চুয়াডাঙ্গায় অনির্বাণ এর ৩ যুগ পূর্তি উৎসবের শুভ উদ্বোধন করেন হাজী আলী আজগার টগর এমপি।

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার দর্শনার সুনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনির্বান। অনির্বান প্রতিষ্ঠার ৩ যুগ পূর্তি উৎসব এর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি জনাব হাজী মোঃ আলী আজগার টগর। গাহি সাম্যর গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রিশ্চান এই শ্লোগানকে সামনে রেখে ২১-০২-২০২০ ইং শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় দর্শনা ডাক-বাংলো চত্তরে একটি চমকপ্রদ ডিসপ্লে পদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। এর পর অতিথিবৃন্দ আসন গ্রহন করেন এবং ০৭.৩০ মি. এর সময় মোমবাতি প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হাজী আলী আজগার টগর এমপি মহোদয়। সুচনা পর্বের শেষে প্রধান অতিথির বক্তব্য দেন হাজী মোঃ আলী আজগর টগর, বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম মুনিম লিংকন, দর্শনা পৌর মেয়র জনাব মতিয়ার রহমান ও কেরু এন্ড কোং বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপক জনাব জাহেদ আলী আনছারী। আলোচনা পর্বের শেষে অতিথিদের মাঝে অনির্বান থিয়েটার সম্মাননা স্বারক প্রদান করেন। এবং অতিথিদের মিস্টির হাড়ি উপহার দেন। এর পর দর্শনার সকল অঙ্গসংগঠন গুলো অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অঙ্গসংগঠন গুলো হলঃ বাংলাদেশ ছাত্রলীগ,দর্শনা সরকারি কলেজ ও পৌর শাখা, যুবলীগ, আওয়ামী লীগ, দর্শনা সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠন শিল্প বেহারা”। “পাঁইচো চোরের কেচ্ছা” নাটক প্রদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com