Logo




প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটীর সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০


বগুড়ার শিবগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটী বেগম আজ বৃহস্পতিবার তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে সহ আমার স্বামী এবং ছেলেকে জড়িয়ে গত ১৮-০৩-২০২০ তারিখে দৈনিক যুগান্তর ও দৈনিক নয়াদিগন্ত এবং একুশে পত্রিকা সহ বেশ কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটিতে আমাকে জড়িয়ে দুনীর্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে। আমি এই উপজেলায় দুই দুইবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। এই উপজেলার সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা আমাকে পছন্দ করে এবং তারা আমাকে নির্বাচনের সময় তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে দুই বার ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভোটের সময় কোন টাকা পয়সা খরচা করি নাই এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট কাহিনী, আমার জনপ্রিয়তা দেখে এক শ্রেণির ধান্দাবাজ ও শিবগঞ্জের বিএনপি’র রাজনীতির নামে কলঙ্ক কিছু স্বার্থনেশী ব্যক্তিরা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা তথ্য সরবরাহ করে দুদক অফিস সহ বিভিন্ন দপ্তরে আমার ও আমার সরল স্বামী এবং আমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমার স্বামী একজন সৎ ব্যক্তি। তাকে নিয়ে আমি গর্ববোধ করি। কারণ তিনি দূর্নীতিকে প্রশয় দেয় না এবং তিনি তার পেশাগত ভাবে কাউকে ছাড় দেয় না। তিনি সরকারি ভাবে দায়িত্ব পালন করেন। তিনি কোন দূর্নীতির সাথে জড়িত নেই, তাহা ইতিপূর্বে আমি দুদক অফিসে জবাব প্রদান করেছি। আর আমার সন্তান শাহ নেওয়াজ কে আন্তর্জাতিক মাফিয়া বলে আখ্যায়িত করা হয়েছে। আমার সন্তান আমার ব্যবসায়িক কাজে সব সময় ব্যস্ত থাকে। সে কোন সন্তাসী কার্যক্রম করে না বা সন্ত্রাসীদের সাথে তার কোন যোগাযোগ নেই। আমার সন্তান ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিক জুয়া খেলে না । আর হুন্ডির অর্থ কি সেটাই তো আমরা জানিনা না। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন সহ সাংবাদিক ভাইদের কে বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করছি। সেই সাথে আমার প্রতিপক্ষ আমাকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে তাদেরকে এ ধরনের কর্মকান্ড থেকে সরে দাড়ানোর জন্য বলছি এবং প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত দাবী করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার ছেলে শাহ নেওয়াজ বিপুল, ভাতিজা মাসুদ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com