কাতারে প্রতি দিনই করোনাভাইরাস কোভিড-নাইনটিনে নতুন করে আক্রান্ত হচ্ছেন অভিবাসী ও কাতারি নাগরিকরা, আরবের দেশগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ৪৮১ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসীরা।করোনা সংক্রমণ ঠেকাতে অভিবাসী ও কাতারি নাগরিকদের নিরাপত্তার জন্য আজ থেকে সবধরনের জনসমাবেশ, সাগরপাড়, বিনোদন পার্ক, সমুদ্র সৈকত, যেকোনো সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাহিরে একসঙ্গে দুইজন দাঁড়িয়ে কথা বললে মোবাইল টহলের মাধ্যমে আইন লংঘনকারীদের গ্রেফতার করা হবে, করোনা সংক্রমণ থেকে বাছতে বাহিরে ঘোরাঘুরি না করে কাতারে আইনকানুন মেনে চলার আহবান প্রবাসীদের।কাতারে লক ডাউন করে দেওয়া সানাইয়া শিল্পাঞ্চল বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেখবাল কাতার সরকার করছেন, তারা সবাই ভাল আছে বলে জানালেন এ প্রবাসী।কোভিড-নাইনটিন সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, লক ডাউন করে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল সানাইয়া, আক্রান্তদের মধ্যে ২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন কাতারের স্বাস্থ্য মন্ত্রনালয়।