স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, আমিনুল ইসলাম ঝন্টু(৩৫) ও আলতাফ(৩৮)।
বুধবার(২৫মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মালীপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে এক’শ পুঁড়িয়া গাঁজা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) ওবায়দুল আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্ত্বিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। নিয়মিত মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার(২৬মার্চ)তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।