Logo




বগুড়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু, ১৫ বাড়ি লকডাউন

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শনিবার, ২৮ মার্চ, ২০২০

ডেস্ক নিউজ: বগুড়া শিবগঞ্জের দাড়িদহে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে ফেরত আসা মধ্যবয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে করোনা রোগী সন্দেহে আশেপাশের ২০ টি বাড়ি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ লাশের রক্তের নমুনা সংগ্রহ করেছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির নাম মাছুদ রানা(৪২) তার বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায়। তার স্ত্রী এনজিও সংস্হা টিএমএসএসে মাঠ কর্মি হিসাবে দাড়িদহ এলাকায় কর্মরত। তিনি ঢাকা থেকে শুক্রবার তার স্ত্রীর কাছে আসে।

তার স্ত্রী সাজেদা খাতুন জানান, আজ সকালে হঠাৎ কাশতে কাশতেই তার স্বামী মারা যান। তার দাবি, ব্রেনস্টোকে তার স্বামী মারা গেছেন।

শিবগঞ্জ পজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বলেন, লাশের পরিক্ষা নিরীক্ষা জন্য আলামত ঢাকায় পাঠানো হচ্ছে। পরে জানা যাবে মৃত্যুর কারন। তিনি আরো বলেন, এলাকাবাসীর আতঙ্কের প্রেক্ষিতে মৃত্যের বাড়ির আশেপাশের ২০ টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com