Logo




করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারী ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত..

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

 এস আই সুমনঃ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি ছুটির সময় বাড়ানো হয়েছে। ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।এর সঙ্গে শুক্র বা শনিবারের ছুটি মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকবে।অদ্যই মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়ে আজ বা কাল প্রজ্ঞাপন জারি করা হবে।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১১ এপ্রিল পর্যন্ত সব বন্ধ থাকবে।এর আগে গত ২৩ মার্চ বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।মন্ত্রিপরিষদ সচিব ওই সময় বলেন, এই ১০ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচাবাজার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবা চালু থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে কাউকে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানান মন্ত্রিপরিষদ সচিব। এই ছুটির সময়ে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু থাকার কথা জানিয়ে ছিলেন তিনি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com