‘অজানা শব্দ’
আমি আগুনকে ভালোবাসি
আর মৃত্যুর সাথে আমার প্রেম।
তোমার ভিতর যে আগুন জ্বলছে,
সেই আগুনে আমার মৃত্যু দেখেছি।
আমি স্বপ্ন ছোবলে ক্ষত-বিক্ষত,
এক ধ্বংসাবশেষ।
যার ভাঁজে ভাঁজে তুমি থাকো।
আমি সন্ধ্যা এলেই নিভে যাওয়া
এক প্রদীপ।
আমার নিদ্রাহীন রিক্ত রজনী।
দুচোঁখের রঙে সেজেছে কৃঞ্চচূড়া।
তবুও তোমার কাছে-
আমার ভাষা অজানা কোন শব্দ।
আমি বারবার ডেকে যাই তোমাকে।
কই, তুমি তো আসোনা।
তবে কি সত্যিই-
আমার ভাষা, অজানা কোন শব্দ।
– মাসুম হোসেন