বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা একতা সমাজ কল্যান বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাস করতে সরকারী নির্দ্দেশ অনুযায়ী কর্মবিরতী থাকায় ২৫০জন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, লবন, সাবান ইত্যাদি বিতারণ করা হয়।বিতারণ কার্যক্রম এর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় অফিসার আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল, এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক ডাঃ জহুরুল ইসলাম, ব্যাবস্থাপক জাহিদুল ইসলাম, সদস্য রাজু খন্দকার, উজ্জল হোসেন, ইনছার আলী, আঃ হামিদ, শাহ আলম, নাফিউল ইসলাম প্রমুখ।