Logo




বগুড়ায় করোনা আক্রান্ত সন্দেহে এক নারী ও পুরুষকে আইসোলেশন ভর্তি করা হয়েছে।

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

বগুড়ায় (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারী ও পুরুষকে আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল।
তিনি বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এক যুবক ও এক নারীকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তাদের দু’জনেরই জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ২৮ বছর বয়সী যে ব্যক্তিকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে, তার বাড়ি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এবং ২৯ বছর বয়সী ওই নারীর বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
এদিকে রাতে ২৯ বছর বয়সী যে নারী শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হয়েছেন, তার আগে থেকেই এজমা রয়েছে বলে জানা গেছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ২৯ বছরের নারীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আইসোলেশন সেন্টারে নেওয়া হয়।
ডা. শফিক আমিন কাজল জানিয়েছেন, জ্বর-কাশি বেড়ে যাওয়ায় সদরের যুবককে আইসোলেশনে নেওয়া হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com