Logo




৫ মে পর্যন্ত ছুটি বাড়লো

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে সরকারি ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। কিছু নির্দেশনাসহ সাধারণ ছুটি বাড়তে পারে ৫ মে পর্যন্ত এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে বুধবার বিকালে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

তবে এবার বেশ কিছু সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এর আগের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি সংযুক্ত হলেও এবার তা করা হচ্ছে না। সংক্রমন প্রশমনে ঘরে থাকতে বলা হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে মানা করা হয়েছে আগে থেকেই।

এর আগে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ চার দফায় বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত। এবার ৫ম বারের মতো সরকারি ছুটি বাড়ানো হচ্ছে।

করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com