বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে শেখেরকোলা ইউনিয়নে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তীক ১২০ জন কৃষকের মাঝে প্রণোদনার দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম। এর মধ্যে প্রতিটি কৃষকের জন্য রয়েছে ধানবীজ ৫ কেজি, রাসায়নিক সার ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রঞ্জু হোসেন তোজাম, কৃষক সানোয়ার হোসেন, সমাজসেবক খাজা মিয়া, আশরাফুজ্জামান রাজু, অপূর্ব কুমার ঘোষ প্রমূখ।