Logo




শাজাহানপুরে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন এক পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

বগুড়ার শাজাহানপুরে করোনা ভাইরাসের (কোভিট-১৯) কবলে কর্মহীন হয়ে পড়া কিছু মানুষের পাশে দাঁড়িয়েছেন আবদুল গফুর নামের এক পুলিশ কর্মকর্তা। তিনি গভীর রাতে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে খাদ্য-সামগ্রী পৌঁছে দিচ্ছেন। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী নিয়ে হঠাৎ করেই তিনি কড়া নাড়ছেন তাদের দরজায়।বুধবার (২২ এপ্রিল) রাতে তিনি উপজেলার মাঝিড়া ও নয়মাইল এলাকায় কিছু কর্মহীনদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেন। এর সপ্তাহ খানেক আগে উপজেলার সাজাপুর গ্রামের কিছু অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য-সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।তিনি বগুড়ার শাজাহানপুর থানায় কর্মরত থাকাকালীন মানবকল্যাণে বিভিন্ন কাজ করে আলোচিত হয়েছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে উপজেলার গৃহহীন এক বৃদ্ধাকে থাকার ঘর তৈরী করে দিয়েছিলেন তৎকালীন সময়ে।
বর্তমানে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) হিসেবে কর্মরত রয়েছেন তিনি।আবদুল গফুর প্রেস রিপোর্ট ২৪ কে জানান, ‘বর্তমানে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলো খুব কষ্টে রয়েছেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।’

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com