জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে ভাসুরের দুই ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত চাচী সালমা বেগম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছে। নিহত সালমা বেগম ওই গ্রামের বদরুল আলম মুকুল হোসেনের স্ত্রী। গত সোমবার দুপুরে বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া মধ্যপাড়ায় জমি জমা নিয়ে মুকুল ও বক্করের মাঝে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে আবু বক্করের দুই ছেলে রড দিয়ে চাচি সালমার মাথার পিছনে আঘাত করে। এসময় গুরুতর আহত সালমা বেগমকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টায় সালমা মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে। শুক্রবার বিকেলে সালমার জানাযা শেষে দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে আবু বক্করের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।