লকডাউনের বাজার চলছে। বিনোদন দুনিয়ায় তালা নতুন কিছুই আসছে না সামনে। কিন্তু এ অবস্থায় তারকাদের কী বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলে চলে৷ মোটেই না…আর তাই কেউ বসেও নেই৷
বলি স্টার হোক বলি ডিভা ফ্যানদের মনোরঞ্জনের জন্য কসুর করছেন না ৷ কখনও নিজেদের ঘরের কাজের ভিডিও, কখনও বোল্ড ফটোশ্যুটের ছবি আবার কখনও নিজেদের পারফরম্যান্সের ভিডিও নিয়মিত আপলোড করছেন৷ আর তাই দিয়েই কার্যত দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন ফ্যান ফলোয়াররা।
নিজের ফটোশ্যুট থেকে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে সবক্ষেত্রেই বোল্ড স্টেটমেন্ট দিশা পাটানির। এই লকডাউনের মধ্যেই কার্যত আগুন ঝরানো একটি ডান্স পারফরম্যান্সের ভিডিও পোস্ট করেছেন তিনি৷ এখন তাই ভাইরাল।