চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অনির্বাণ থিয়েটারের উদ্যোগে ২য় বারের মত দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করলেন অনির্বাণ কর্মীরা।চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানায় অবস্থিত দেশের শুনামধন্য প্রতিষ্ঠাণ ওয়েভ ফাউন্ডেশন। বর্তমানে ওয়েভ ফাউন্ডেশনের শাখা প্রশাখা বাংলাদেশ ব্যাপি বিস্তৃত। আর এই ওয়েভ ফাউন্ডেশনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনির্বাণ থিয়েটার। শুক্রবার গভীর রাতে করোনা প্রাদুর্ভাবে গৃহবন্দী ২০০ পরিবারের মাঝে খাবার পৌছে দিলেন অনির্বাণ কর্মীরা। অনির্বাণের কর্মীরা নিরলসভাবে এ মহৎ কাজ করে যাচ্ছেন। তারা গভীর রাতে প্রত্যেক বাড়ি বাড়ি পৌছে দেয় অনির্বাণের খাদ্য উপহার।দেশের ভয়াবহ করোনা মহামারীতে যেসব মানুষ গৃহবন্দী জীবনযাপন করছেন তাদের এই দুর্যোগ মুহূর্তে খাদ্য সংকট দূর করতে এ মহৎ উদ্যোগ গ্রহন করেন দর্শনার সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ থিয়েটার।আর এ মহৎ কাজটি সুন্দরভাবে সম্পাদনার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন কয়েক জন সুহৃদ ব্যাক্তিসহ দলের কিছু কর্মী। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনির্বাণ থিয়েটার। সেই সাথে মানুষের এই দুর্দিনে ব্যাক্তি, সমষ্টি ও সাংগঠনিক ভাবে সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান অনির্বাণ থিয়েটার।অনির্বাণ থিয়েটারের এমন মহতী কাজের জন্য দর্শনাবাসী সাধুবাদ জানায় সেই সাথে অনির্বাণের দীর্ঘায়ু কামনা করেন সর্বস্তরের মানুষ।