বগুড়ায় নতুন করে আরও দুজন করোনায় শনাক্ত। একজন শাজাহানপুর উপজেলার শহরতলী ফুলতলার সেই করোনা রোগী ইমদাদুলের ছেলে(১২)।
অপরজন সদরের সেউজগাড়ী এলাকার এক ব্যক্তি (৫৮)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুরে ইসলামী ব্যাংকের ম্যানেজার। যেখানে ৭জন করোনায় আক্রান্ত ছিল। সেখান থেকেই তিনি আক্রান্ত।
এনিয়ে ২৩ জনে দাড়লো করোনায় আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (৫মে) রাত ৯টারদিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই ত্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, শাজাহানপুরে আক্রন্ত ইমদাদুলের ছেলের আক্রান্ত হওয়ার আগে তার বাবা, মা দুজনই করোনায় আক্রান্ত হয়েছেন।