Logo




করোনা পরিস্থিতি আরো কঠিন হতে পারে:ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতি আগামীতে আরো কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ পরিস্থিতি মোকাবেলায় দলের সব নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (০৭ মে) সকালে তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, যা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে।

তিনি আরো জানান, দলের সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী ও সংসদ সদস্যগণ আওয়ামী লীগের পক্ষে সারাদেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ অর্থ সহায়তা প্রদান করেছেন। এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com