Logo
সংবাদ শিরোনাম :
ফাপোর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে অনুষ্টিত। টুঙ্গিপাড়া গ্রাম থেকে বিশ্বমানবতার নেত্রী ছাত্রদলে মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল নওগাঁয় ভুট্টাক্ষেত থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার গাজীপুরে গোডাউনে মিলল টিসিবি পণ্য চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত বগুড়ায় পিকনিকে হামলা করে যুবককে কুপিয়ে হত্যা একশত টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১০৬তম ‘ড্র’ অনুষ্ঠিত !! বগুড়া শহরে প্রথম চার তারকা হোটেল নাজ গার্ডেন বিক্রি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেত্রী মাহবুবা নাসরিন রুপাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার




করোনার কারণে বগুড়া কারাগার থেকে আরও ৮৮ বন্দির মুক্তি

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : শনিবার, ৯ মে, ২০২০
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমন কমাতে বগুড়া কারাগার থেকে দ্বিতীয় দফায় আরও ৮৮ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তে আজ শুক্রবার বিকেলে তাদের মুক্তি দেয়া হয়।উল্লেখ্য, এর আগে প্রথম দফায় বগুড়া কারাগার থেকে আরও ১১ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৯৯ জন বন্দিকে মুক্তি দেয়া হলো।

বগুড়া কারাগারের জেইলর মো: শরিফুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দেয়া হচ্ছে। যাদের মুক্তি দেয়া হচ্ছে তারা সবাই লঘুদন্ডে দন্ডিত। শূন্য থেকে তিনমাস, আবার তিনমাস থেকে সবোর্চ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত কয়েদি তাদের মুক্তি দেয়া হচ্ছে। বগুড়া জেল সুপারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।কারাগার সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে দেশের কারাগারগুলোতে চাপ কমাতে কয়েকটি ধাপে মোট ২ হাজার ৮৮৪ জনকে মুক্তি দেয়া হচ্ছে। শুধু বগুড়ায় নয়, সারাদেশেই তালিকাভূক্ত কারাবন্দিদের মুক্তি দেয়া শুরু হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com