সমাজসেবক ও বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয় মানবিক খাদ্য সহায়তা ‘ইফতার সামগ্রী’ নিয়ে বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১হাজার সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পিতা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু (৪২-বগুড়া-৭) গাবতলী-শাজাহানপুর নির্বাচনী এলাকায় বিএনপি ও যুব-ছাত্রদলের নেতা-কর্মীদের মাধ্যামে নিজ হাতে এ সব ইফতার সমাগ্রী কর্মহীন মানুষের মাঝে পৌঁচ্ছে দিচ্ছেন। করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জয়ের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে শনিবার কাগইল ও দক্ষিনপাড়া-উজগ্রামে এ সব খাদ্য সহায়তা বিতরন করা হয়। দাদা সাবেক এমপি ‘সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাব’ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন ক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি ও বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা আমীনূন্নবী আমীন, বিএনপি নেতা রনজু মিয়া, সংগঠনের নেতা আব্দুল আলীম, যুবদল নেতা লুৎফর রহমান, বেলাল হোসেন, হারুনুর রশিদ হারুন, পুটু মিয়া, খাজা মিয়া, ফুল মিয়া, সিপন আহম্মেদ, দুলাল মিয়া, খলিলুর রহমান, এমদাদুল হক, রেজাউল করিম, জুলফিকার সাবু, ছাত্রদল নেতা আবু জাফর, আব্দুল হাকিম, আলপনা কবির বাবু, সিহাব উদ্দিন, আল আমিন, সামছে তাবরীজ অতনু, সংগঠনের সদস্য আবু জাফর, মুকুল মিয়া, আনিছার রহমান ও তাজুল ইসলাম পান্না প্রমূখ।