Logo




পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় প্রসঙ্গে বগুড়া জেলা প্রশাসনের নির্দেশনাসমূহ :

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : শুক্রবার, ১৫ মে, ২০২০

*   শিশু, বয়ঃবৃদ্ধ, যে কোনো অসুস্থ্য ব্যক্তি এবং কোনো অসুস্থ্য ব্যক্তির সেবায় নিয়োজিত কোনো ব্যক্তি ঈদের জামায়াতে অংশ নিতে পারবেন না।
*  করোনাভাইরাসের সংক্রমণ রোধে নামাজ শেষে কোলাকুলি ও পরস্পরে হাত মেলানো পরিহার করতে হবে।
*  ঈদগাহ বা খোলা মাঠে ঈদের জামায়াত আয়োজন করা যাবে না।
*  নিকটস্থ মসজিদে ঈদ-উল-ফিতরের জামায়াত অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
*   প্রয়োজনে এক মসজিদে একাধিক জামায়াত আয়োজনের ব্যবস্থা করা যাবে।
*   ঈদ জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না;
*  মুসল্লিরা বাড়ি থেকে জায়নামাজ সঙ্গে করে মসজিদে হাজির হবেন।
*  জামায়াত আদায়ের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে এবং মসজিদের প্রবেশ ফটকে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান-                পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
*   প্রত্যেক মুসল্লিকে বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজুর সময় সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুতে হবে।
*   ঈদের জামায়াতে অংশ নেয়ার সময় মুসল্লিরা অবশ্যই মাস্ক পরে মসজিদে আসবেন এবং কোনোভাবেই মসজিদে সংরক্ষিত টুপি বা জায়নামাজ              ব্যবহার করবেন না।
*   এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে এবং কাতারে দাঁড়ানোর সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে।
*   চলমান মহামারী থেকে পরিত্রাণ পেতে ঈদ উল ফিতরের জামায়াত শেষে খতিব ও ইমামগণ মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত                   পরিচালনা করবেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com