Logo
সংবাদ শিরোনাম :
ফাপোর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে অনুষ্টিত। টুঙ্গিপাড়া গ্রাম থেকে বিশ্বমানবতার নেত্রী ছাত্রদলে মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল নওগাঁয় ভুট্টাক্ষেত থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার গাজীপুরে গোডাউনে মিলল টিসিবি পণ্য চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত বগুড়ায় পিকনিকে হামলা করে যুবককে কুপিয়ে হত্যা একশত টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১০৬তম ‘ড্র’ অনুষ্ঠিত !! বগুড়া শহরে প্রথম চার তারকা হোটেল নাজ গার্ডেন বিক্রি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেত্রী মাহবুবা নাসরিন রুপাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার




পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় প্রসঙ্গে বগুড়া জেলা প্রশাসনের নির্দেশনাসমূহ :

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : শুক্রবার, ১৫ মে, ২০২০

*   শিশু, বয়ঃবৃদ্ধ, যে কোনো অসুস্থ্য ব্যক্তি এবং কোনো অসুস্থ্য ব্যক্তির সেবায় নিয়োজিত কোনো ব্যক্তি ঈদের জামায়াতে অংশ নিতে পারবেন না।
*  করোনাভাইরাসের সংক্রমণ রোধে নামাজ শেষে কোলাকুলি ও পরস্পরে হাত মেলানো পরিহার করতে হবে।
*  ঈদগাহ বা খোলা মাঠে ঈদের জামায়াত আয়োজন করা যাবে না।
*  নিকটস্থ মসজিদে ঈদ-উল-ফিতরের জামায়াত অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
*   প্রয়োজনে এক মসজিদে একাধিক জামায়াত আয়োজনের ব্যবস্থা করা যাবে।
*   ঈদ জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না;
*  মুসল্লিরা বাড়ি থেকে জায়নামাজ সঙ্গে করে মসজিদে হাজির হবেন।
*  জামায়াত আদায়ের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে এবং মসজিদের প্রবেশ ফটকে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান-                পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
*   প্রত্যেক মুসল্লিকে বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজুর সময় সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুতে হবে।
*   ঈদের জামায়াতে অংশ নেয়ার সময় মুসল্লিরা অবশ্যই মাস্ক পরে মসজিদে আসবেন এবং কোনোভাবেই মসজিদে সংরক্ষিত টুপি বা জায়নামাজ              ব্যবহার করবেন না।
*   এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে এবং কাতারে দাঁড়ানোর সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে।
*   চলমান মহামারী থেকে পরিত্রাণ পেতে ঈদ উল ফিতরের জামায়াত শেষে খতিব ও ইমামগণ মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত                   পরিচালনা করবেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com