বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ঢাকা ফেরত দুই নার্সের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজনই বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের নবযোগদানকৃত নার্স।
তাদের মধ্যে একজনের বাড়ি জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামে। অপরজনের বাড়ি নওগাঁর পত্নীতলায়।
এখন পর্যন্ত বগুড়ায় ৬১ জন করোনা আক্রান্ত হয়েছে। এরপরেও বেড়েই চলেছে জন-সমাগম।
আজ শুক্রবার রাত ৯ টার দিকে বগুড়ার সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান
জানিয়েছেন, ওই দুই জন নার্সই ঢাকা ফেরত। তারা গত ১৩ মে বগুড়ায় যোগদান করেন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, এই নিয়ে বগুড়ায় মোট করোনা আক্রান্ত ৬১ জন। এদের মধ্যে ১০ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন ৫১ জন।
সরেজমিনে আজ সকালে বগুড়া শহর ঘুরে দেখা গেছে, সড়কে ও বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। জন-সমাগম দিনে দিনে বেড়েই চলেছে।
অনেকের মনে ভয় ঢুকলেও তাদের প্রাণে ভয় ঢুকেনি। এতে করে তারা অনেকটা নির্ভয়ে চলাচল করছে। এমনকি শহরের পাড়া মহল্লায় আগের মত আড্ডা দিতে দেখা গেছে স্থানীয়দের।