Logo




ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার  প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ ।

স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ১ জুন, ২০২১

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ( জুন) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীগের এই হামলার  প্রতিবাদে বিক্ষোভ করেছেন বগুড়া জেলা ছাত্রদল।দুপুর তিন ঘটিকার সময় বগুড়া নবাব বাড়ী রোডে, বিএনপির দলীয় কার্যালয়ে  সামনে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের  নেতৃত্বে এই  বিক্ষোভ  মিছিলটি নিয়ে আসেন ছাত্রদলের নেতা কর্মীরা  ।হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ সংগঠনের প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমানুল্লাহ আমান।আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এ বিষয়ে আমানুল্লাহ আমান বলেন, দুপুর ১২টায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি ছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় খাবার তৈরি করতে একটু দেরি হচ্ছিল। তাই নেতাকর্মীরা টিএসসির ভিতরে এসে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পিকুলের নেতৃত্বে বহিরাগত অনেক নেতাকর্মীসহ আমাদের ওপর হামলা চালানো হয়। হামলায় আমাদের ছয়জন গুরুতর আহতসহ প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com