Logo




কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

ডেস্কঃ
আপডেট করা হয়েছে : সোমবার, ২৬ জুন, ২০২৩

সোমবার (২৬ জুন) যশোরের বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।সারা দেশের মতো যশোরের বাজারগুলোতেও ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম। গত এক সপ্তাহ ধরেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম। 

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে মরিচের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে সাধারণ মানুষ।ক্রেতারা বলছেন, বাজারে মরিচের দাম অনেক চড়া। এতে অনেকে মরিচ কিনতে না পেরে ফিরে যাচ্ছেন; আবার অনেকেই স্বল্প পরিমাণে মরিচ কিনছেন। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের।আর বিক্রেতারা বলছেন, মোকামে মরিচের দাম বাড়তি। মূলত বর্ষার মৌসুমে উৎপাদন কম হওয়ায়; বেড়েছে মরিচের দাম। এতে আগের মত মরিচ বিক্রি না হওয়ায় ক্ষতি হচ্ছে। তবে ভারত থেকে আমদানিকৃত মরিচ আসলে দাম কমে আসবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com