Logo




‘ড্যান্স প্লাস থ্রি’র বিজয়ী বীর রাঁধা শেরপা

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

স্টার প্লাস চ্যানেলে প্রচারিত নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ড্যান্স প্লাস’-এর তৃতীয় আসরে বিজয়ী হয়েছেন আসামের শীলচর নিবাসী বীর রাঁধা শেরপা। ২৪ বছর বয়সী এই তরুণ চূড়ান্ত লড়াইয়ে অন্য তিন প্রতিযোগী অমরদীপ সিং নাট, তরুণ-শিবানী ও আরিয়ান পাত্রাকে হটিয়ে বিজয়ী হয়েছে। পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ রুপি, অপো ফোন, একটি গাড়ি, একটি বাইক ও আমাজন এর পক্ষ থেকে এক লাখ রুপির গিফট ভাউচার।

আসামের ছোট একটি গ্রাম থেকে এসেছেন বীর। ‘ড্যান্স প্লাস থ্রি’র আগে ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এ অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে স্বপ্ন ছিলো নিজের উপার্জন করা অর্থ দিয়ে মাকে একটি শাড়ি উপহার দেওয়ার। এবার সে অতৃপ্তি ঘুচলো সর্বোচ্চ সাফল্যের সঙ্গে।

শিরোপা জেতার আনন্দে বীর বলেন, ‘এই শো এর একটি অংশ হতে পারাটা আনন্দের ছিলো। কেননা রেমো স্যার এবং স্টার প্লাস আমাকে কেবল একটি প্ল্যাটফর্ম দেয়নি, তারা আমাকে বাস্তব জগতের বাইরে যেতে এবং জীবনটিকে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন।’

২৪ বছর বয়সী এই তরুণ আরও জানান, ‘আমি জানি না কতো মানুষ আমাকে সমর্থন করেছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলো পুণিত স্যারের (নৃত্যপরিচালক) সমর্থন। কেননা তিনি আমাকে যেভাবে সহযোগীতা করেছেন তা অবর্ণনীয়। তাই এই জয় তাকে উৎসর্গ করতে চাই।’

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com